শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ছাত্রকে পিটিয়ে আহত করায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ramjan_aliনারায়ণগঞ্জ: চুরির অভিযোগে এক ছাত্রকে পিটুনির অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নারায়ণগঞ্জের আড়াইহাজারের।

শুক্রবার আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মাদরাসা শিক্ষক হাফেজ রমজান আলীকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার রিফাত নামে এক ছাত্রের ৭০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষক হাফেজ রমজান আলী হেফজ বিভাগের ছাত্র হাফেজ আবু সহিদের ওপর রড ও বেত দিয়ে পিটিয়ে আহত করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার আহত মাদরাসা ছাত্র হাফেজ আবু সহিদের পিতা জসীমউদ্দিন বাদী হয়ে আড়াইহাজার থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে আড়াইহাজার থানার উপপরিদর্শক এনামুল হক শুক্রবার সকালে উপজেলার শালমদী এলাকায় অভিযান চালিয়ে মাদরাসা শিক্ষক হাফেজ রমজান আলীকে গ্রেফতার করেন।

রমজান আলী সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার নুরুজ্জামানের ছেলে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ