শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ধনী দেশের তালিকায় বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hatir_jhilঅবাক করা ব্যাপার হলেও সত্যি যে, বিশ্বের ধনী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো এমন একটি তালিকায় স্থান পেলো ‘তৃতীয়’ বিশ্বের বাংলাদেশ।

সম্প্রতি বিশ্বের ধনী সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হারুন গ্লোবাল রিচ লিস্ট। ওই তালিকায় ভিত্তিতে, সম্পদশালীদের দেশ হিসেবে ৬৮টি ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।

ওই তালিকা অনুযায়ী বাংলাদেশে একজন ধনকুবের রয়েছেন। যার কারণে বাংলাদেশ ৬৮টি ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে। তবে ওই ধনকুবেরের নাম প্রকাশ করেনি সংস্থাটি।

প্রতিবেশি দেশ ভারতে ১১ জন ধনকুবের তাদের পূর্বের অবস্থান হারিয়েছেন। ফলে গত বছরের তৃতীয় অবস্থান থেকে ছিটকে দেশটি ৪র্থ স্থানে চলে এসেছে।

তালিকার একদম শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। প্রথমে থাকা শীর্ষ তিন ধনকুবেরই এই দেশের, এবং যথারীতি বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন মাইক্রোসফটের প্রধান বিল গেটস।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ