বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


চিকিৎসক সেজে কাবুলের হাসপাতালে হামলা, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afgan_hamlaচিকিৎসকের পোশাক পরে আফগানিস্তানের একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস বুধবারের এই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসির।

কাবুলের মার্কিন দূতাবাস সংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোগী ও হাসপাতাল কর্মীদের এ হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর প্রাথমিকভাবে জানা যায়, বুধবার এক জঙ্গি ৪০০ শয্যার দাউদ খান হাসপাতালের সামনে আত্মঘাতী হামলা করে। এরপর তিন অস্ত্রধারী হাসপাতালের ভিতরে প্রবেশ করে, তারা গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চিকিৎসকবেশী জঙ্গি তার অ্যাপ্রোনের ভেতর থেকে একে-৪৭ বের করে হামলা করে এক রোগী ও হাসপাতালের এক কর্মীকে হত্যা করেছে। আফগান কমান্ডোরা হেলিকপ্টারে করে হাসপাতালে প্রবেশ করে এবং জঙ্গিদের রুখে দেয়।

হাসপাতালের ছাদে অবতরণ করা আফগান কমান্ডোরা কয়েক ঘণ্টার লড়াই শেষে চার জঙ্গিকেই হত্যা করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা করে বলেন, এই হামলা মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে। সব ধর্মে হাসপাতালে হামলা করা নিষিদ্ধ, এখানে হামলা করা পুরো আফগানিস্তানে হামলার সমতুল্য।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ