শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হঠাৎ ঝড়; ওবায়দুল কাদেরের হেলিকপ্টার জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার ঝড়ের কবলে পড়েছিল। সে কারণে জরুরিভিত্তিতে অবতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা নওগাঁ যাচ্ছিলেন।

খালিদ মাহমুদ এনটিভি অনলাইনকে বিষয়টি সম্পর্কে বলেন, ঝড়, মেঘের কারণে আবহাওয়া অনুকূলে ছিল না। এর মধ্যে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন। ৪০ মিনিট পর আবহাওয়া অনুকূলে এলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।

পরে বেলা ১১টা ২২ মিনিটে আওয়ামী লীগ নেতাদের হেলিকপ্টার নওগাঁয় অবতরণ করে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ