শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নেট সংযোগসহ কবরে ৩দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

net_kabarমাদকাসক্ত, আত্মহত্যার চেষ্টাকারী ও আহার বিশৃঙ্খলায় ভুগতে থাকা ব্যক্তিদের নতুন জীবন শুরুর প্রতি সচেতনতা তৈরি করতে জন এডওয়ার্ড নামের এক ব্যক্তি অদ্ভুত কাজ করলেন। ওয়াইফাই সংযোগসহ জীবন্ত অবস্থায় কফিনে ভরে তিনদিনের জন্য কবরে শুয়ে পড়লেন।

ঘটনাটি আয়ারল্যান্ডের ডাবলিনের। ব্যক্তিটির কফিনে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, একটি বালিশ ও একটি লেপ। সমাহিত করার আগে এডওয়ার্ড তার স্ত্রীর কপালে চুম্বন করেন। পরে স্বামীর সমাধির সঙ্গে ছবি তোলেন তার স্ত্রী। খবর ডেইলি মেইলের।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল তাদের সেই প্রতিবেদনে বলছে, এডওয়ার্ড অতীতে মাদকাসক্ত ছিলেন। এতে তিনি কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তিনি ক্যান্সারের সঙ্গে লড়েছেন অন্তত দুবার, হেপাইটাইটিস সি আক্রান্ত ছিলেন ও লিভার ট্রান্সপ্লান্ট করেছেন একবার।

২৩ বছর আগে মাদক ছেড়ে দেওয়া এডওয়ার্ড বলেন, আমার পরিকল্পনা হলো তারা সেখানে যাওয়ার আগেই তাদের সঙ্গে কথা বলা এবং আশান্বিত করা।

গত বুধবার তাকে তিনদিনের জন্য কবরস্থানে দাফন করা হয়। ইতোমধ্যে কবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একবার লাইভ করেছেন তিনি।

আরএফ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ