শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


গাজায় হামাসকে লক্ষ করে ইসরাইলি হামলা: বড় সংঘাতের আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Israeli-drone-Lebanon copyফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, জঙ্গিবিমান ও ট্যাংকের সাহায্যে তারা হামাসের দুটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা করেছে। হামাসের একটি সূত্র গাজার উত্তরাঞ্চলে ওই হামলার কথা নিশ্চিত করেছে।

ইসরাইল দাবি করেছে, তাদের সেনাদের নিয়মিত তৎপরতার ওপর হামাসের পক্ষ থেকে গুলি চালানো হলে বিমান ও ট্যাংক হামলা চালোনো হয়। এর আগে গত সোমবার ইসরাইলি বাহিনীর জঙ্গিবিমান থেকে কয়েক দফা হামলা চালানো হলে অন্তত চার ব্যক্তি আহত হয়। সেদিনও হামাসের রকেট হামলার অজুহাত তুলে ইসরাইল হামলা চালায়।

গত মাসে গাজা-ভিত্তিক মানবাধিকার সংস্থা আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস ইসরাইলের বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, তেল আবিবের হামলা বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। সংস্থাটি ইসরাইলি হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ