বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ছাত্র-জনতার হাত ধরেই দেশে ইসলামি গণবিপ্লব হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cormonai pirআওয়ার ইসলাম : চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ছাত্র জনতায় যুগে যুগে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তাদের হাতেই আগামী দিনের বিপ্লব আসবে। তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে। সুতরাং সব ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে। আজ চরমোনাই মাহফিলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র-গণ জমায়েতে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবিতে ১৭ মার্চ ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের উপস্থাপনায় ছাত্র-গণজমায়েতে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আবদুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকার ইফতা বিভাগের প্রধান মুফতি হিফজুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল কাদের ও মুহাম্মদ আমিনুল ইসলাম।

কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন উদ্বোধনী বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবী জানান। সেইসঙ্গে তিনি ছাত্র রাজনীতির সূতিকাগার হিসেবে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

ছাত্র-গণজমায়েতে আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. এমদাদুল্লাহ ফাহাদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমাদ প্রমুখ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঐতিহাসিক এ মাহফিলের সমাপ্তি ঘটবে।

-এআরকে

rokon_book2


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ