বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআন কে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে : ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

ওয়াজ করে ১০ হাজার টাকা পেলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shamim_usmanনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একটি ওয়াজ মাহফিলে ওয়াজ করেছেন। মাহফিল শেষে ১০ হাজার টাকা হাদিয়াও জুটেছে।

শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনসি আলিম মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক সংবাদে জানা গেছে, শামীম ওসমান রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরার আয়াত বাংলায় তরজমা করে বক্তব্য রাখেন। কয়েক হাজার মুসুল্লী মাহফিলে শরীক ছিলেন।

বক্তব্য শেষ করার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার সাংসদ শামীম ওসমানের হাতে ১০ হাজার টাকা হাদিয়া তুলে দেন।

আব্দুল মতিন মাস্টার বলেন, ওয়াজ মাহফিলে বক্তাদের হাদিয়া দিতে হয়। পবিত্র কোরআন হাসিদের আলোকে বক্তব্য দেয়ায় শামীম ওসমানকে এ হাদিয়া দেয়া হয়েছে।

পরে শামীম ওসমান ওই হাদিয়ার টাকা শিমরাইল জামে মসজিদের ইমাম সাহেবের হাতে মসজিদের উন্নয়নে খরচ করতে দিয়ে দেন।

শামীম ওসমান বলেন, জন্মদাত্রী মা কষ্ট করে যে সন্তানকে জন্ম দিয়েছে, সে সন্তান খায় মাদক। যে বাড়িতে একটা ছেলে মাদক খায় সে বাড়ি দোজখ হয়ে যায়। মৃত্যুর পর একদিন হিসাব দিতে হবে এটা আমরা মনে করি না। এ কারণে মানুষ মাদক বিক্রি করে, সন্ত্রাস করে অবৈধভাবে টাকা কামানোতে উঠে পড়ে লাগে।

আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ