শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পশ্রাবের পর শুধু পানিতে কি পবিত্রতা অর্জিত হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

toilet_peshabইসলাম ডেস্ক: অনেক সময় পকেটে টিস্যু থাকলেও পশ্রাবের পর শুধু পানি দিয়ে কাজ সারা হয়। এতে কোনো সমস্যা আছে কিনা এ নিয়ে অনেকেই সন্দিহান।

ফকিহগণ বলেন, শুধু পানি দ্বারা পবিত্রতা অর্জন করলেই পবিত্রতা অর্জিত হয়ে যাবে।

হাদিসে এসেছে আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. যখন পায়খানায় প্রবেশের ইচ্ছা পোষণ করতেন তখন আমি ও আরেকটি ছেলে পানি ভর্তি পাত্র এবং একটি বর্শা নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন। মুত্তাফাক আলাইহ, মিশকাত- হা/৩৪২

আয়েশা রা. একবার মহিলাদের লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের স্বামীদের পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে বল কেননা আমি রাসূলুল্লাহ সা. কে অনুরুপই করতে দেখেছি। তিরমিযী- হা/১৯, সনদ সহীহ

ইমাম তিরমিযী বলেন, বিদ্বানগণ পানিকেই যথেষ্ট মনে করেন। পানি না পেলে কুলুখ নিবে।

উল্লেখ্য, কুলুখ ব্যাবহার করার পর পানি ব্যাবহার করতে হবে এই মর্মে যে কথা সমাজে প্রচালিত আছে তা ঠিক নয়। ইউয়াউল গালীল হা/৪২- এর আলোচনা দ্রঃ

সুতরাং পানি ব্যাবহার করে পবিত্রতা অর্জন করলেও তা সঠিক হবে। আর কারো যদি সন্দেহ থাকে তার পবিত্রতা পানিতে অর্জন হচ্ছে না তাহলে কুলুখ বা টিসু ব্যবহার করতে হবে।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ