বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক

চরমোনাই মাহফিলে দেওবন্দের শীর্ষ চার আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4444হাওলাদার জহিরুল ইসলাম, দেওবন্দ, ভারত

ইসলামি আন্দোলন বাংলাদেশে'র আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বিশেষ আমন্ত্রণে ৪ দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন ভরতের দারুল উলুম দেওবন্দের শীর্ষ দুই শায়খ৷

তারা হলেন দারুল উলুম দেওবন্দের বর্তমান নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস হজরত আল্লামা শায়খ আবদুল খালেক সাম্ভলী দা.বা. এবং শাইখুল আরব ওয়াল আজম হজরত হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ-এর খাস শাগরেদ, হজরত আল্লামা ইবরাহিম বলিয়াভি রহিমাহুল্লাহ-এর বিশেষ খলিফা, দীর্ঘ দিনের শায়খে মুসলিম শরিফ, দারুল উলুম দেওবন্দের বর্তমান শায়খে সানী, হজরত আল্লামা শায়খ কমরুদ্দিন আহমদ সাহেব হাফিযাহুল্লাহ৷

শায়খদ্বয় ভারতীয় সময় আজ বেলা ১টা ৪০মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নিউ দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন৷ বিকেল ৪টা ২০মিনিটে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে৷

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান।

এর আগে চরমোনাই পীরের আমন্ত্রণে অনুষ্ঠেয় (২৪,২৫,২৬ ফেব্রুয়ারী) ফাল্গুনের মাহফিলে যোগ দিতে গত রবি বার ঢাকায় পৌঁছেছেন দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, শায়খুল মা'কুলাত হজরত আল্লামা মুজিবুল্লাহ কাসেমি হাফিযাহুল্লাহ৷ অপর দিকে বাংলাদেশ সফরে থাকা দেওবন্দের নাজেমে তা'লিমাত(শিক্ষা সচিব) ও সিনিয়র মুহাদ্দিস, হজরত আল্লামা মুফতি ইউসুফ তাওলাভী সাহেব হাফিযাহুল্লাহ-এরও চরমোনাই মাহফিলে যাবেন বলে নিশ্চিত করেছেন মুফতি আবদুল আজিজ কাসেমি৷

হজরতদের খেমতের তদারকিতে থাকা মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি সাহেব জানিয়েছেন, দেওবন্দের হজরতগণ আগামী কাল বিকেলে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে রওনা হবেন৷ উলামা, তলাবা মজলিস ও আম মজলিসসহ কয়েকটি পর্বে হজরতগণের বয়ান করার কথা রয়েছে৷

দেওবন্দের মুফতিয়ে আজম হজরত আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়ারাবাদি সাহেবকেও পীর সাহেব এক বছর আগ থেকেই বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন৷ হজরত আল্লামা খায়রাবাদি সাহেব এ ব্যাপারে জানান, 'পীর সাহেব এক বছর আগেই আমাকে চরমোনাই মাবফিলে দাওয়াত করেছিলেন৷ আমারও যাওয়ার এরাদা ছিলো৷ কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারত বাংলাদেশের সব সফর স্থগিত করতে হয়েছে৷ ডাক্তারগণ কঠোরভাবে সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে৷ আল্লাহ পাক সুস্থ রাখলে আগামী বছর চরমোনাই যাওয়ার ইচ্ছে আছে৷' হজরত মুফতি খায়রাবাদি সাহেব অসুস্থতার বিষয়টি জানিয়ে চরমোনাই পীর সাহেব বরাবর চিঠি পাঠিয়েছেন৷ আল্লামা আবদুল খালেক সাম্ভলী দা.বা. তা পীর সাহেব চরমোনাইয়ের হাতে পৌঁছে দেবেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ