শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মাওলানা মনসুরুল হক খানের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mansur Khanআওয়ার ইসলাম :  খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের মহাসচিব, বিশিষ্ট আলেম মাওলানা মনসুরুল হক খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ সদরের মাইজবাড়ীস্থ ১নং স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য আলেম উলামাসহ হাজার হাজার মুসল্লির ঢল নামে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন মরহুম মনসুরুল হক খানের বড় ছেলে মুহাদ্দিস মাওলান মানাজির আহসান খান তাফসির।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় মজলিসে শুরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফিজ্জি, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফল্লাহ সাদী, ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানী মন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ্, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রটারী জেনারেল ইলিয়াছ আহমদ, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মনির হোসাইন, ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আকন্দ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী আবদুল করিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান আকন্দ, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুমের প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুল হক, ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি মাহবুব উল্লাহ্, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল্লাহ্, শেরপুরের মাওলানা ছিদ্দক আহমদ, জামালপুরের মাওলানা আমানুল্লাহ্ কাসেমী, মাওলানা আবু তাহের খান, মুফতি আহম্মদ আলী, মাওলানা শহীদল্লাহ্ সরকার, প্রভাষক মুহিব্বুল্লাহ, মাওলানা জোবায়ের হোসেন প্রমুখ।

উল্লেখ্য বিশিষ্ট আলেম মাওলানা মনসুরুল হক খান গতকাল ২১ ফেব্রুয়ারী দুপুর ২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেহিকেল কলেজ হাসপাতালে  ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে রেখে মারা যান। মরহুম মাওলানা মনসুরুল হক খান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকমাস যাবৎ অসুস্থ ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ