শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন

মাও. সা'দ কান্ধলভীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_ijtemaহাওলাদার জহিরুল ইসলাম, দেওবন্দ, ভারত

আজ ভারতের 'রোজনামা খবরেঁ' 'সাহাফাত' 'ইনকিলাব'সহ বেশ ক'টি উর্দু দৈনিক দিল্লির তাবলিগি মারকায নিজামুদ্দিনের অন্যতম যিম্মাদার মাওলানা সা'দ কান্ধলভী সাহেবের একটি বিবৃতি প্রকাশে করেছে৷ তাতে দেওবন্দসহ সমস্ত আহলে হক উলামায়ে কেরামের কাছে স্পষ্ট রুজু করা ও পূর্ব থেকে চলে আসা শুরা পদ্ধতি মেনে নেয়ার কথা উল্লেখ করা হয়েছে৷

উর্দু দৈনিকগুলো বিবৃতিটা এভাবে প্রকাশ করেছে…
“মারকায নিজামুদ্দিন দিল্লি'র হজরত মাওলানা সা'দ সাহেব উলামায়ে হক-দারুল উলুম দেওবন্দ থেকে রুজু করে নিয়েছেন৷ এবং সকল মাদরাসাকে এই বলে আশ্বস্ত করেছেন যে 'ভবিষ্যতে কোনো একটি কথাও আকাবির-আসলাফের আকিদা-মাসলাকের খেলাফ হবে না৷'

মাওলানা সা'দ সাহেব আলমি শুরা'র কাছে এই আবেদন করেছেন যে পেছনের সমস্ত মতভেদ ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি৷ আর শুরা'র সাথীদের কাছে অনুরোধ করছি, তারা যেনো পূর্বের মতোই সারপুরস্তি-তত্ত্বাবধান করেন৷

মুহতারাম জনাব হজরত মাওলানা ইবরাহিম দেওলা সাহেব, হজরত মাওলানা ইয়াকুব সাহেব, হজরত মাওলানা আহমদ লাট সাহেব, হজরত মাওলানা যুহাইরুল হাসান সাহেবসহ দিল্লির সকল শুরা'র কাছে আমি আবেদন করছি যে আপনারা (দাওয়াত ও তাবলিগের) কাজ ও কাজকরনেওয়াদের তত্ত্বাবধান ও রাহনুমায়ি করুন!”

বি.দ্র. এই বিবৃতি সম্পর্কে এখনো পর্যন্ত দেওবন্দ থেকে বক্তব্য পাওয়া যায় নি৷

rokon_book2

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী মাওলানা সা'দ সাহেবে পক্ষ থেকে দেওবন্দের মুহতামিম বরাবর একটি চিঠি আসলে তিনি তা গ্রহণ না করে বলেছিলেন, 'ভুল স্বীকার করে প্রকাশ্যে ঘোষণা দিলে আমাদের কাছে চিঠি পাঠানোর প্রয়োজন হবে না৷' আজকের বিবৃতি হয়তো তারই প্রতিফলন৷

এদিকে আজকের দৈনিকগুলোতে গত ২রা ফেব্রুয়ারির চিঠির সাথে মাওলানা সা'দ সাহেব স্বাক্ষরিত(১৫/২/২০১৭) অন্য একটি চিরকুট প্রকাশ করা হয়েছে৷ পুরো লেখাটি স্পষ্ট না হলেও তা থেকে এটাই প্রকাশ পাচ্ছে যে প্রকাশ্যে বিবৃতি ও শুরা মেনে নেয়ার বিষয়টি মারকায নিজামুদ্দিনের কোনো এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে৷

দীনের খেদমতের এই মহান জামাতটি ভুল-ত্রুটিমুক্ত হয়ে উলামাদের পরামর্শে পরিচালিত হোক এটাই সবার প্রত্যাশা৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ