শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সরকার নয় আদালত সিদ্ধান্ত নেবে খালেদা জেলে যাবে কি না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। তবে কার কি সাজা হবে বা মাফ করা হবে, তা আদালতের বিষয় বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার এয়ারপোর্ট রোডে হোটেল রেডিসনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়াকে জেলে পাঠালে এদেশে কোনও নির্বাচন হবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। সময় এবং স্রোত কারও জন্য যেমন অপেক্ষা করে না, তেমন সংবিধান এবং নির্বাচনও কারও জন্য অপেক্ষা করবে না।’

তিনি বলেন, ‘আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন কারও জন্য বসে থাকবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এসময় রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্যোক্তা সংস্থা ভিয়েনাল ওয়ার্ল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ