শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নিবন্ধনের সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4-768x409আওয়ার ইসলাম: দেশে অসংখ্য ইসলামি মাহফিল হয়। সভা সংলাপ ও সেমিনার হয় আনাচে কানাচে। কিন্তু এসবের কিছুই মিডিয়ায় আসে না। নিউজফিড ঠাসা শুধু আনপার অপছন্দের নিউজে। অথচ এখন ইসলামি পত্র পত্রিকাও হয়েছে অনেক। চাইলেও এসব আপনি পত্রিকায় আনতে পারেন। কিন্তু কীভাবে?

এর আগে তো জানতে হবে কিছু নিয়মকানুন। শিখতে হবে বেসিক জিনিস। তারপর সেটা পাঠাতে হবে পত্রিকায়। আওয়ার ইসলাম ও রকমারি ডটকম উদ্যোগ নিয়েছে এমন কিছু শেখানোর। যা আপনার ভেতরে তৈরি করে দেবে প্রেরণা। ভিন্ন কিছু করার। পড়ার পাশাপাশি  একটা আয়ের মাধ্যম করার। মাত্র ১ দিনে শিখে ফেলুন সাংবাদিকতার বেসিক আইটেম।

এখানে শেখানে হবে।

লেখালেখি শুরু করবেন কিভাবে?
কী লিখবেন, কিভাবে লিখবেন।
অনলাইন সাংবাদিকতা কী?
অনলাইন সাংবাদিকতা শেখা কেন জরুরি।
অনলাইন সাংবাদিকতা শিখে ফায়দা কী?
কীভাবে একটা পত্রিকায় আপনি চাকরির আবেদন করবেন।
প্রেস রিলিজ কিভবে লিখবেন?
বিবৃতি কিভাবে পাঠাতে হয়।
পত্রিকার কোনো সংবাদের প্রতিবাদ পাঠাবেন কীভাবে?
একটা পত্রিকা নিজেরা শুরু করতে চাইলে কী করতে হবে।
সাংবাদিকের ভাষা দক্ষতা।
লেখার শৈলি ও বানানবিন্যাস।
ইত্যাদি।

আওয়ার ইসলামের দিনব্যাপী সার্টিফিকেট কোর্স

যারা ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতায় প্রতিষ্ঠিত হতে ইচ্ছুক তাদের জন্য কোর্সটি অত্যন্ত সহায়ক হবে। এতে ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াকে একত্রিত করে একটি সমন্বিত কোর্স হিসেবে সাজানো হয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি, আলিম বা মুতাওয়াসসিতাহ (শরহে বেকায়া) উত্তীর্ণ হতে হবে।

প্রশিক্ষণে থাকছেন ঢাকার প্রথম শ্রেণীর সাংবাদিকবৃন্দ। এছাড়াও থাকছেন দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব, গবেষক এবং বেশ কয়েকজন নবীন-প্রবীণ সংবাদকর্মী। স্থানীও সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় হাতে-কলমে শেখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও কোর্স শেষে মিডিয়ায় স্ব স্ব যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মসংস্থান বা শিক্ষানবিস হিসেবে কাজের ক্ষেত্রে সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতার সুযোগও রয়েছে। সব শিক্ষার্থীর জন্য রয়েছে প্রয়োজনীয় তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাস।

কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিটি ক্লাসের শিট প্রধান করা হবে। এছাড়াও দুপুরের আপ্যায়ন ও বিকালের নাস্তা দেয়া হবে।

কোর্স সম্পন্নকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্সের তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০১৭। শুক্রবার
সময় : সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা।
কোর্স নিবন্ধন ফি : ৫০০ টাকা মাত্র। আসন সংখ্যা সীমিত।

যারা ক্লাস নিবেন
মওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, সাহিত্যিক ও শিক্ষাবিদ
মীর মাসরুর জামান রনি, বার্তা সম্পাদক, চ্যানেল আই
সেলিম রেজা, চীফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিন

নিবন্ধন পদ্ধতি
অফিস থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। ইমেইলে (newsourislam24@gmail.com) আপনার জীবন বৃত্তান্ত পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। অথবা নিচের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আপনার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে ফরম/জীবন বৃত্তান্ত পাঠানোর পর বিকাশ নাম্বারে (০১৭১৭৮৩১৯৩৭) ফি পাঠিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। এছাড়াও আওয়ার ইসলামের ইভেন্টকর্মীদের কাছ থেকে সরাসরি ফরম সংগ্রহ করে নিবন্ধন করার সুযোগ আছে।

কোর্স তত্ত্বাবধানে
হুমায়ুন আইয়ুব
সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

কোর্স পরিচালনা
রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর

সার্বিক যোগাযোগ
সাজিদ নূর ও জামিল আহমদ
ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগ
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম
মোবাইল : ০১৭১৯০২৬৯৮০, ০১৭২৯১৭৯২১৫


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ