শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রেলওয়েতে ১৩ হাজার ৬১১টি পদ শূন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mujibul_haqueআওয়ার ইসলাম: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ রেলওয়েতে অনুমোদিত জনবল হচ্ছে ৪০ হাজার ২৬৪ জন, এর বিপরীতে ১৩ হাজার ৬১১টি পদ শূন্য রয়েছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, বর্তমানে রেলওয়েতে কর্মরত রয়েছে ২৬ হাজার ৬৫৩ জন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শূন্য পদে জনবলের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নকরণের কাজ অব্যাহত রয়েছে।

মো. মুজিবুল হক বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫ হাজার ৩৯৯টি শূন্য পদ পূরণের জন্য ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে ৯ হাজার ৮৪৫টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। ২ হাজার ৫৯টি পদে নিয়োগ চলমান রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ