বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‘দূর হও রোহিঙ্গা ও বাংলাদেশিরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jammuআওয়ার ইসলাম : উত্তপ্ত কাশ্মীরে এবার শুরু হলো নতুন উত্তেজনা। উত্তেজনা শুরু হয়েছে একটি হোর্ডিং ঘিরে। হোর্ডিংয়ে লেখা আছে ‘দূর হও রোহিঙ্গা ও বাংলাদেশিরা’৷  বিতর্কিত এই হোর্ডিং (Rohingya and Bangladeshi quit Jammu) দিয়েছে জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি (JKNPP). সঙ্গে দলীয় নেতৃত্বের ছবি৷

‘The Indian Express’ এই রিপোর্ট প্রকাশ করার পরই উত্তপ্ত রাজনীতিক মহল৷ সংগঠনের দাবি, জম্মুতে বসবাসকারী ডোগরা জাতির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় রক্ষা করতেই এই হোর্ডিং দেওয়া হয়েছে৷

গোষ্ঠী সংঘর্ষে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে উৎখাত হচ্ছেন স্থানীয় রোহিঙ্গা মুসলিমরা৷ সম্প্রতি সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ রাষ্ট্রসংঘের রিপোর্ট, বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে সেখানে৷

আবার বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে ঢুকে পড়া অনেকেই জম্মু-কাশ্মীরে চলে গিয়েছেন৷ ফলে পরিস্থিতি জটিল৷ তাদের থাকা নিয়ে লাগাতার বিরোধিতা করছে জেকেএনপিপি৷  সংগঠনের চেয়ারম্যান হর্ষ দেব জানিয়েছেন, এটি ডোগরাদের অস্তিত্ব রক্ষার ইস্যু৷

রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশিদের তাড়াতে আইনি লড়াই শুরু করেছে বিজেপি৷ তারা রাজ্যে ক্ষমতাসীন পিডিপি’র জোট সঙ্গী এবং জম্মুতে শক্তিশালী৷

জম্মুর মাটি থেকে ‘অনুপ্রবেশকারী’ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের হটাতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির আইনজীবী সেলের নেতা হুনর গুপ্তা৷ তাঁকে সমর্থন করেছেন জম্মুর বিজেপি নেতা সুনীল শেঠ্ঠি৷ তাঁর দাবি, মায়ানমার ও বাংলাদেশ থেকে রাজ্যে ব্যাপক পরিমাণে অনুপ্রবেশ ঘটছে৷ দিনের পর দিন সেই সংখ্যা বাড়ছে৷  চিন্তিত কংগ্রেস৷ দলীয় মুখপাত্র রবীন্দর শর্মা জানিয়েছেন, অনুপ্রবেশ রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে চিন্তাজনক৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডট কম

-এআরকে


সম্পর্কিত খবর