শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি বরিশালবাসীর এবার খুলনায় ‘মার্চ ফর গাজা’ শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব

ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত: মাওলানা রেজাউল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rejaul_haque3ইমদাদ ফয়েজী: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলার মতবিনিময় সভা আজ ৭ ফেব্রুয়ারি বাদ মাগরিব ছাত্র মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও পশ্চিম জেলা সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক বলেন, ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত। একা একা ইবাদত করলে সওয়াব কম। সম্মিলিতভাবে করলে সওয়াব বেশি। একা নামায আদায়কারী এক রাকআতে এক রাক'আতের সাওয়াব পায়। জামাতের সাথে আদায় করলে এক রাকা'আতে সাতাইশ রাকা'আতের সাওয়াব পাওয়া যায়। সুতরাং ইসলামি আন্দোলনের কাজ একা করলে সাওয়াব একভাগ আর জামাতবদ্ধভাবে করলে সাওয়াব বেশি। তাই দ্বীনের কাজকে আরো বেগবান করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম. সোহাইল আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া, পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, জামেয়া মাদানিয়া শাখার বায়তুলমাল সম্পাদক হাফিয মিজানুর রহমান, আতিকুর রহমান রহ. জোনের সভাপতি হাফিয আবু আনাস, অলিউর রহমান, আখাতার, আবুতাহের, খালেদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ