ইমদাদ ফয়েজী: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলার মতবিনিময় সভা আজ ৭ ফেব্রুয়ারি বাদ মাগরিব ছাত্র মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও পশ্চিম জেলা সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক বলেন, ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত। একা একা ইবাদত করলে সওয়াব কম। সম্মিলিতভাবে করলে সওয়াব বেশি। একা নামায আদায়কারী এক রাকআতে এক রাক'আতের সাওয়াব পায়। জামাতের সাথে আদায় করলে এক রাকা'আতে সাতাইশ রাকা'আতের সাওয়াব পাওয়া যায়। সুতরাং ইসলামি আন্দোলনের কাজ একা করলে সাওয়াব একভাগ আর জামাতবদ্ধভাবে করলে সাওয়াব বেশি। তাই দ্বীনের কাজকে আরো বেগবান করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম. সোহাইল আহমদ।
উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া, পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, জামেয়া মাদানিয়া শাখার বায়তুলমাল সম্পাদক হাফিয মিজানুর রহমান, আতিকুর রহমান রহ. জোনের সভাপতি হাফিয আবু আনাস, অলিউর রহমান, আখাতার, আবুতাহের, খালেদ প্রমুখ।
আরআর