বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


জাতিসংঘের নিষেধাজ্ঞামুক্ত হলেন গুলবুদ্দিন হেকমতিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulbuddinআওয়ার ইসলাম: আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং হিজবে ইসলামের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ।

আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে গত সেপ্টেম্বরে শান্তিচুক্তি করার ধারাবাহিকতায় গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।

আফগান সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, হেকমতিয়ার অতীতের সব ঘটনার অভিযোগ থেকে রেহাই পেয়েছেন এবং তাকে সব ধরনের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে।

এছাড়া এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের কারাগারে বন্দি হিজবে ইসলামের সব সদস্য মুক্তির অনুমতি পেয়েছেন।

ওই চুক্তির চার মাস পর হেকমতিয়ারের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।

এর ফলে তার সম্পদ, ভ্রমণ এবং অস্ত্র ব্যবহারের ওপর থেকে বাধা সরলো বলে নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে।

গুলবুদ্দিন হেকমতিয়ার আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার আগ্রাসন বিরোধী লড়াইয়ের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন।

১৯৯২ সালে সোভিয়েত সমর্থিত সরকারের পতন ঘটার পর গঠিত আফগান সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ