শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কাজির বাজার মাদরাসার দুদিন ব্যাপী মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kajir bazarইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর ২ দিন ব্যাপী মাহফিল ৩ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে হয়েছে।

মাহফিলে কাল্লামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন দারুল উলূম দেওবন্দের ক্বেরাত বিভাগের প্রধান মাওলানা ক্বারি আফতাব আহমদ। বক্তব্য রাখেন- দারুল উলূম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস  আল্লামা সালমান বিন্নুরি, শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, শায়খুল হাদীস শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ, ব্যারিষ্টার সালেহ আহমদ হামিদি, বার্মিংহাম জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, মাওলানা শেখ ফরিদ খান, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, মাওলানা মুশাহিদ কাসিমি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দারুল উলূম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস  আল্লামা সালমান বিন্নুরি বলেন- 'আমাদেরকে আল্লাহ তা'য়ালা সবচেয়ে বড় যে নি'য়ামাত হচ্ছে ঈমান। ঈমান মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেয়। হাবশার অধিবাসী কৃতদাস বিলাল রা. এর মর্যাদা ঈমান এবং রাসূলের সা. সান্নিধ্য এতো বেশি বৃদ্ধি করেছে যে, মুসলমান নিজেকে বিলাল রা. এর দাস বলতে দ্বিধাবোধ করে না অথচ; কেউ নিজেকে কোনো প্রভাবশালী রাজা-বাদশাহ'র দাস বলতে কোনোভাবেই রাজি হয় না। মুসলমানদের ঈমান-আমল, শিক্ষা-আদর্শকে ধ্বংস করতে আজ দুনিয়াব্যাপী সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। খ্রিস্টান স্কুলসমূহ দ্বারা ঈমান বিনষ্ট করার প্রাণপণ চেষ্টা চলছে। এর মোকাবেলায় মুসলমানদের ঈমান রক্ষার জন্যে, ঈমানের ওপর অটল রাখার জন্যে সবচেয়ে বেশি কাজ করছে এসকল মাদরাসা।'

তিনি আরোও বলেন, 'রাসূল সা. ইরশাদ করেন- "উম্মাহর শ্রেষ্ঠ লোক হলেন তারা, যারা কুরআনের বাহক এবং রাত জেগে ইবাদাত করেন। আল্লাহ তা'য়ালা প্রতি রাত মুমিন বান্দাদের ডেকে ডেকে বলেন আছো কেউ ক্ষমাপ্রার্থী, আছো কেউ আমার কাছে কিছু চাইবে?"
আশ্চর্যের বিষয় -আজ মুসলমানরা সুবহে সাদিকের সময় ঘুমায় আর বিধর্মীরা পায়চারি করে!
আল্লাহ তা'য়ালা আমাদেরকে, আমাদের সন্তান-সন্ততিকে আমলের জিন্দেগি নসিব করুন। ঈমানের ওপর দৃঢ় রাখুন।'

আল্লামা মাহফুজুল হক বলেন- 'রাসূল সা. এর তিনটি মূলনীতি নিয়ে আসেন- ১. দা'ওয়াত ইলাল্লাহ; ২. তা'লিমে দ্বীন; ৩ ইক্বামাতে দ্বীন। এতিনটি দায়িত্ব পালনে ওলামায়ে দেওবন্দের মতো মতো ভূমিকা অন্য কেউ পালন করতে পারেননি। আমাদের  পূর্বসুরীরা জীবন দিয়েছেন তবু; এউপমহাদেশকে বোখারা-সমরকন্দ, রাশিয়া হতে দেননি। তাঁদের ত্যাগ ও কুরবানি বৃটিশদেরকে পলায়ন করতে বাধ্য করে। আজ বৃটিশদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে ওঠতে চাচ্ছে কিন্তু; আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তা প্রতিরোধ করবো ইনশা-আল্লাহ।'

শুভেচ্ছা বক্তব্যে জামেয়ার প্রাক্তন ছাত্র এহিয়া চৌধুরী এমপি বলেন, 'যে দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়েন সে দেশের মাদরাসা ছাত্রদের প্রতি কেন আঙ্গুল তোলা হবে? কওমি মাদরাসার যে কোনো আন্দোলন সংগ্রামে আমি পাশে আছি ইনশা-আল্লাহ।'

সভাপতির বক্তব্যে পিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ট মুসলিম দেশের সুপ্রিম কোর্টে মূর্তি নয় কুরআন থাকতে হবে। স্বল্পদিনের মধ্যে তা সরানো না হলে প্রয়োজনে শিলেট থেকে আন্দোলনের ডাক দেয়া হবে আর উচ্ছেদ না হওয়া পর্যন্ত ফিরবোনা ইনশা-আল্লাহ। সরকার কর্তৃক জামেয়া মাদানিয়াকে সিলেট এমসি কলেজ খেলার মাঠের পাশে লাশ গোসলখানার জন্যে প্রায় কোটি টাকার ১৫ শতক জায়গা মাত্র ১৯ লক্ষ টাকায় প্রদান করায় সরকারকে সাধুবাদ জানান। জামেয়ার হিতাকাঙ্কী, ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামি দিনে সাথে থাকার আহবান জানান।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ