শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

No wallআওয়ার ইসলাম: শেষ পর্যন্ত সবার নিন্দা ও চাপের মুখে যুক্তরাষ্ট্রে সাত দেশের মুসলিম প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দেশটির ফেডারেল আদালত শুক্রবার এ রায় ঘোষণা করে। বিচারক জেমস রবার্ট এ আদেশ দেন। খবর বিবিসি

ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা বিষয়ক নির্বাহী আদেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চ্যালেঞ্জ করছে না বলে অভিযোগ করেন সরকারি আইনজীবীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

ওই স্থগিতাদেশের ফলে নিষেধাজ্ঞায় থাকা সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা থাকল না।

জেমস রবার্টকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এই সপ্তাহের মধ্যেই আদেশের পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হবে।

গত সপ্তাহে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পরপরই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পর ইতিমধ্যে ৬০ হাজার ভিসার আবেদন ফেরত দেয়া হয়েছে।

গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিবাসন গ্রহণ নীতি চার মাসের জন্য স্থগিত করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এসব দেশের খ্রিস্টানদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ হবে না।

নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হল, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ