শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বিশ্বে ইহুদি ও মুসলিম বিদ্বেষ বাড়ছে: জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guteresজাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বেলেছেন, বিশ্বে ইহুদি বিদ্বেষের পাশাপাশি মুসলিম বিদ্বেষ বাড়ছে। আমরা আরও লক্ষ্য করছি এর সঙ্গে বাড়ছে চরমপন্থা, জনভীতি ও বর্ণবাদ মাত্রাতিরিক্ত হচ্ছে। অযৌক্তিকতা ও অসহিষ্ণুতাও ফিরে এসেছে।

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

হলোকাস্টের ভিকটিমদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, হলোকাস্টের ব্যাপারে এমন ভাবাটা মারাত্মক ভুল যে, এটা শুধুমাত্র ঘৃণিত নাৎসি বাহিনীর উম্মাদনার ফল ছিল এবং হলোকাস্ট ছিল ইহুদিদের লক্ষ্য করে বৈষম্য ও বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ।

গুতেরেস বলেন, এগুলো জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় উল্লিখিত মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। মানবতা যখন হুমকির মুখে, তখন আমরা নীরব বা উদাসীন থাকতে পারি না। অত্যাচারিতকে সর্বদাই আমাদের সুরক্ষা দিতে হবে এবং অত্যাচারীকে বিচারের আওতায় আনতে হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ