বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মুসা আল হাফিজের 'থাপ্পড়' থেকে একগুচ্ছ ছড়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

thappor

সাহিত্য ডেস্ক: একুশে বইমেলা ২০১৭ তে প্রকাশিত হচ্ছে বিশিষ্ট কবি, গবেষক মুসা আল হাফিজের ছড়াগ্রন্থ থাপ্পড়। প্রতিবাদ, বিদ্রুপ ও গণবাণীর ছন্দময় হাত দিয়ে সমাজ ও দেশের প্রতিটি অসঙ্গতির গালে এই থাপ্পড়! শিল্পিত দ্রোহের এ ছড়াগ্রন্থে উচ্চারিত হয়েছে আপনারও বহু কথা!

বইটি প্রকাশ করেছে প্রগতিশীল প্রকাশনী বলাকা।স্টল নং ৪৫৩। সোহরাওয়ার্দী উদ্যান। বইটি থেকে কয়েকটি ছড়া আওয়ার ইসলামের পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

এক
সড়কে
সড়ক এখন মড়ক ভরা
গাড়ি চালায় বান্দরে
মরছে মানুষ দিবস রাতে
তোমরা শুধু কান্দরে!

এক গুলিতে একটি জীবন
মারতে পারে বন্দুকে
কিন্তু বহু জীবন থাকে
একটি গাড়ির সন্দুকে!

বানরকে তার চালক হবার
সুযোগ দিয়ে সরকারে
নিত্য মানুষ খুন করে কোন
জনগণের দরকারে?

দুই
বহুরুপী

কালোয় আছি
আলোয় আছি
ভালোয় থাকি
মন্দেও
এথায় আছি
হেথায় আছি
সেথায় কেন
সন্দেহ?

তলায় আছি
জলায় আছি
বলায় আছে
সত্যতা
ছলায় আছি
কলায় আছি
দলায় থাকি
সভ্যতা।

খাইতে আছি
চাইতে আছি
পাইতে থাকি
সবটাকে
রং ধরে চাই
ভঙ করে পাই
সঙ হয়ে খাই
ভবটাকে

তিন
বর্তমানে

খেত খেয়েছে খেতের প্রাচীর
ফল খেয়েছে গাছ
এমন দশায় চলছে রে এই
জাতির বারো মাস!

ইঁদুর এখন ধানের গুদাম
দেয় পাহারা রোজ
নেকড়েরা সব মেষের রাখাল
কে হবে কার ভোজ?

বিষকে যখন অসুধ বলেই
হাকিম দিলো রায়
রাত্রি তখন তেলেসমাতির
দিবস হয়ে যায়!

চার
এই সমাজে

এই বাগানে পাখি তো নেই
ঝিঁ ঝিঁ শোনায় বাজনা
ফুল মরেছে ফুলের ছবি
সাজলো কী যে সাজ না!

এ বনে নেই বাঘ বা হাতি
শেয়াল এখন রাজ করে
কুমির গেছে নিখোঁজ হয়ে
টিকটিকি তার কাজ করে!

হুতুম পেঁচা বুদ্ধি বিলায়
কাঁকড়া নিপুণ যোদ্ধা
গাধা মহান সুরের সাধক
বানর জাতির বোদ্ধা!

পাঁচ
এমবিবিএস

যে জন তোমার সব লুটেছে
দুয়া করি পাক তারে
কোনো টাউট, ডাকাতে নয়
কসাই কোনো ডাক্তারে!

ডাকাত কাটে আর লুঠে নেয়
চেম্বারে সে তাই করে
লাশ হলেও শরীর কাটে
এবং পকেট নাই করে!

মহৎ মনের ডাক্তারেরা
মানবতার জন্য
বাঁচেন এবং বাঁচার পথে
তাদের করেন ধন্য

ছয়
ডোবার ব্যাঙ বলছে!

এই ডোবা ডোবা নয়
এই হলো দুনিয়া
ব্যাঙ জাতি মহারাজ
যাও সবে শুনিয়া

কে দেখেছে মাঠ, নদী
বন টিলা জগতে
কিছু নেই, নেই কিছু
আমাদের অমতে!

চাঁদ আর সূর্যের
যারা বলে গল্প
মিছে কথা নেই তাহা
সব বাজে কল্প!

দুনিয়াটা কাদা আর
পঁচা পানি ভরা যে
ব্যাঙ আর ব্যাঙাচির
লাগি এটা গড়া হে!

চীন রুশ বাংলা ও
আমেরিকা এই তো
ঘ্যাৎ ঘুৎ ছাড়া কোনো
সুর ভবে নেই তো!

আরআর

journalism_cors4


সম্পর্কিত খবর