শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মিশরের আল আযহারে তিনদিনব্যাপী ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ লুতফেরাব্বী
আল আযহার থেকে

al_ajharমিশরের নাসার সিটি মারকাযে তিনদিনব্যাপী অর্ধবার্ষিক ইজতেমা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ইজতেমায় আল আযহার, কায়রো ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩৫ টি দেশের প্রায় ১০০০ ছাত্র অংশগ্রহণ করেছেন।

এছাড়াও মিশরে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কয়েকটি জামাত শরিক হয়েছে।

উল্লেখ্য, মিশরে আল আযহার সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শতাধিক দেশের প্রায় দুই লাখ ছাত্র পড়াশোনা করে। এই বিশাল সংখ্যক বিদেশী ছাত্রের মাঝে দাওয়াতের কাজ পরিচালনার জন্য বিশেষ মারকায রয়েছে। সেখানে সাপ্তাহিক বয়ান, তাশকিল ও খুরুজসহ অন্যান্য আমল হয়ে থাকে।

এছাড়াও বছরে দুইবার সেমিস্টার পরিক্ষার ছুটিতে ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ছাত্ররা জামাতবদ্ধ হয়ে পুরো মিশরে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েন। সামারের ছুটিতে মিশরের বাইরেও বিভিন্ন দেশে জামাত পাঠানো হয়। এত বিপুলসংখ্যক দেশের ছাত্রদের অংশগ্রহণে নিয়মতান্ত্রিক তাবলিগের কাজ একমাত্র মিশরেই রয়েছে।

চলতি ইজতেমা আগামীকাল শনিবার হেদায়াতি বয়ান ও দোয়ায় মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ