শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইজতেমার মাঠে টিনের চাল ভেঙে আহত ৫০ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema3আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের এক পাশে মজিদের টিনের চাল ভেঙে পড়ে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্ব ইজতেমা ময়দানের বাটা গেটের পশ্চিম পাশে ইজতেমার বিভিন্ন মালামাল রাখার স্থান ভান্ডার মসজিদে নামাজের পর শতাধিক মুসল্লি দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ মসজিদের বারান্দার টিনের চালা মুসল্লিদের ওপর ধসে পড়ে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মুসল্লিদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানায়, বিকাল ৪টা পর্যন্ত ৫০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল হাসপাতালে ছুটে যান। তিনি মুসল্লিদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ