মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করা হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4আওয়ামী লীগ নেতারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির নেয়া উদ্যোগকে বিতর্কিত করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় আছে। তারা জানে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। এ জন্যই তারা এটাকে বিতর্কিত করতে চায়।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ কে বিএনপি স্বাগত জানায়। বেগম খালেদা জিয়া বলেছেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশে বিভাজন আর অনৈক্য দূর হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা ক্ষমতা নয় গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছি।

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ