সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

আলজেরিয়ার ইসলামি দলগুলোর নির্বাচনী জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

MIDEast_4_2-7আওয়ার ইসলাম : প্রায় তিন দশক পর আলজেরিয়ার ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এপ্রিল ২০১৭ তে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নিতে তারা ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করেছে।

ইসলামি দলগুলো আশা করছে, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা দীর্ঘ রাজনৈতিক পতনের গ্লানি কাটিয়ে উঠতে পারবে এবং দেশগঠনে অবদান রাখতে সক্ষম হবে।

কিন্তু তাদের প্রধান প্রতিবন্ধকতা হলো, আলজেরিয়ার ইসলাম বিদ্বেষী সরকার এবং নির্বাচকমণ্ডলী। যারা ১৯৯০ সালে নির্বাচিত ইসলামি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ফলে ইসলামপন্থী জনগণ ও সরকার সংঘাতে জড়িয়ে। সংঘাতে ২ লাখ মানুষ প্রাণ হারায়।

এবারের নির্বাচনের প্রধান ইস্যু হলো, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় নিরাপত্তা। বর্তমান সরকার অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ব্যাপারে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকগণ আশঙ্কা করছেন, আলজেরিয়ার অভিজাত শ্রেণি হয়তো ক্ষমতার লাগাম ছাড়তে সম্মত হবে না।

আলজেরিয়ার প্রধান দুটি ইসলামি দল ইলবিন্না ও ইন্নাহাদা গত ডিসেম্বর মাসে একটি নির্বাচনী জোট করার ঘোষণা দেয়। পরবর্তীতে তাতে সংযুক্ত হওয়ার ঘোষণা দেয় ‘দ্য মুভমেন্ট অব সোসাইটি ফর পিচ’ দলটি।

আলজেরিয়ার রাষ্ট্রবিজ্ঞানী রশিদ তিলচানি বলেছেন, ‘ইসলামি দলগুলো সামনের নির্বাচনে খুব ভালো ফল করবে এমন আশা করা যায় না। যদিও সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভালো দিক হলো তারা বুঝতে পেরেছে আদর্শিক দ্বন্ধ তাদেরকে দিন দিন দুর্বল করে দিচ্ছিলো।’

সূত্র : আরব গেজেট

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ