সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সবার খবর সেরা ২০১৬ সম্মাননা পেলেন ১৭ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু: ইসলামি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাক্ষিক সবার খবর আয়োজিত সেরা ২০১৬ সম্মাননা পেয়েছেন ১৭ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠান। রাজধানীর ফটোজার্নালিস্ট মিলনায়তনে শুক্রবার (২০ জানুয়ারি) সম্মাননার আয়োজন করা হয়।

সবার খবর সম্পাদক আবদুল গাফফার, মুফতি এমরানুল বারী সিরাজী ও মুহাম্মদ তাসনীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাফেজ্জি হুজুর রহ. এর বিশিষ্ট শাগরেদ শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দীন। সভাপতিত্ব করেন নওশাদ হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ মুফতি মুহাম্মদুল্লাহ।

Image may contain: 7 people, people standing and indoor

অনুষ্ঠানে ২০১৬ এর সেরা অনলাইন মিডিয়া হিসেবে সম্মাননা লাভ করে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। পত্রিকার পক্ষ থেকে পুরস্কার নেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। উদ্বোধনী বক্তব্য দেন সৈয়দপুর শামসিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য পেশ করেন, আল্লাহর দরগা কুষ্টিয়ার শাইখুল হাদিস মুফতি জহির ইবনে মুসলিম।

Image may contain: 1 person, indoor

অনুষ্ঠানে সেরা ২০১৬ সম্মাননা লাভ করেন মুফতি আবুল হাসান শামসাবাদী (প্রবীণ সম্পাদক), হাফেজ কারী নাজমুল হাসান (উস্তাজুল হুফফাজ), মুফতি শাইখ উসমান গনী ( সিনিয়র কলাম লেখক) ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী (তরুণ সমাজসেবক), রশিদ আহমদ ফেরদৌস (শিল্প সংস্কৃতি), মুফতি ওমর ফারুক আল মাদানী (তরুণ প্রিন্সিপাল), মুফতি সরওয়ার হোসাইন (তরুণ আরবি সাহিত্যিক), মুফতি জাহিদুল ইসলাম (তরুণ উদ্যোক্তা), হাফেজ মাওলানা মুফতি যোবায়ের গণী ( তরুণ সংগঠক), মাওলানা মুফতি আফজাল হুসাইন (তরুণ হস্তশিল্পী),  মুহাম্মদ মিজানুর রহমান (নাহব-সরফ প্রমিক্ষক), মুফতি রকীবুল হাসান মোশাররফী (তরুণ আলোচক), মাওলানা মামুন চৌধুরী (ইসলামিক আরজে) মাওলানা আবদুল হাফিজ মারুফ (তরুণ ইমাম) মুফতি রেজওয়ানুল বারী সিরাজী (তরুণ ব্যবসায়ী), মুফতি মুফিজুর রহমান (কুরআনিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা) হাফেজ জাকারিয়া (বিশ্বজয়ী হাফেজ), আহমদ হাবীব (তরুণ সম্পাদক) আবদুল কাদের হাওলাদার (মরমি সঙ্গীত)।

Image may contain: 4 people, people standing

এছাড়াও প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, কলরব শিল্পীগোষ্ঠী, দাবানল, শানে মাদীনা, বন্ধন, ঐকতান ও রংধনু শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে আরো বক্তব্য পেশ করেন, মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আতাউর রহমান আতিকী, মুহাম্মদ খোরশেদ আলম, আনসারুল হক ইমরান,  এ এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

Image may contain: 7 people, beard and indoor

Image may contain: 6 people, food and indoor


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ