মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


সড়ক দুর্ঘটনায় ২৪ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

collides-pradesh-pradesh-january-children-killed-school_5b3eaea6-de22-11e6-a538-54bd197a5a1bআওয়ার ইসলাম : ভারতের উত্তরপ্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইত্তা জেলার আলীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহত শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে স্থানীয় জে.এস.বৈদ্য স্কুলের ৫০ জন শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সকালের দিকে বাসটি জেলার আলিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি জাভেদ আহমেদ জানান, ‘প্রচন্ড ঠান্ডার কারণে জেলার সমস্ত স্কুলই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে এদিন স্কুলটি খোলা ছিল। দুর্ঘটনায় অন্তত বিশজনের বেশি নিহত হয়েছে। বাসের ভিতর থেকে সমস্ত শিক্ষার্থীদেরই বাইরে বের করে আনা হয়েছে। আহত ১৬ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য আগ্রার হাসপাতালে পাঠানো হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ