শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আশ্রয় নিতে এসে বরিশালে চার রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga27আওয়ার ইসলাম: বরিশালে আশ্রয় নিতে এসেছিলেন ৪ রোহিঙ্গা। আচরণ সন্দেহ হওয়ায় তাদে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে নগরীর আমতলা মোড়ে সন্দেহজনকভাবে তারা ঘোরাফেরা করলে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ তাদের আটক করে।

দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মিয়ানমারের নাগরিক নিশ্চিত হয়ে পুলিশ রাতে বিষয়টি গণমাধ্যমকে জানায়।

আটককৃতরা হলেন, সৈয়দ হোসেন, তার ছেলে হোসেন আহাম্মদ এবং দুই মেয়ে ইয়াসমিন ও আমিনা। তারা সবাই মিয়ানমারের মংডু থানার নাগপুর এলাকার বাসিন্দা।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, মিয়ানমারে চলমান দাঙ্গার কারণে সেখান থেকে প্রাণভয়ে তারা অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে। আশ্রয়ের সন্ধানে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক চারজনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ