শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রাজধানীবিহীন দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

NAiruAirআওয়ার ইসলাম: রাজধানী ছাড়াও কি দেশ থাকতে পারে? বিষয়টি আগে কল্পনাতেও আসেনি। কিন্তু সম্প্রতি এমনই তথ্য পাওয়া গেল।

প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে সব দেশেরই রাজধানী আছে। সেখানে ব্যাতিক্রম কেবল নাউরু। একমাত্র এই দেশটিতে নেই কোন রাজধানী!

দেশটির আরেক নাম প্লিজ্যান্ট আইল্যান্ড। নামেই পরিচয়। চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্য। পৃথিবীর একমাত্র দেশ এটাই, যার কোন সরকারি রাজধানী নেই। আয়তনের বিচারে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম।

২১ বর্গ কিলোমিটার দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত। দেশটিতে সর্বসাকুল্যে ১০ হাজার পরিবারের বসবাস। এই দেশটির নিজস্ব কোন সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরু, অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল।

আরআর


সম্পর্কিত খবর