শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


গুগল ইসলামবিরোধী নির্দেশনা দিবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

google-logoআওয়ার ইসলাম : গুগল এখন থেকে ইসলামবিরোধী কোনো বিষয়ে নির্দেশনা দিবে না।

সেমিটিক (ইসরাইল) ও যৌনতার পর তৃতীয় বিষয় হিসেবে ইসলামকে অন্তর্ভূক্ত করলো গুগল।

এখন থেকে গুগল এসব বিষয়ে অনুসন্ধানকারীকে ইসলাম ও মুসলিম বিরোধী কোনো বিষয়ে নির্দেশনা দিবে না।

গুগল সাধারণত কোনো বিষয়ে অনুসন্ধান করলে অনুসন্ধানকারী ভুল সংশোধন অথবা অসম্পূর্ণ বিষয় সম্পূর্ণ করে দেয়।

এছাড়াও একটি শব্দ লেখলে অন্য আরেকটি শব্দ বা বাক্য সাজেস্ট করে। উদাহরণত, আপনি যদি মুসলিম শব্দ লেখেন তবে নিচে আরো কয়েকটি বাক্য যেমন ‘আর মুসলিম ব্যাড’ বা ‘মুসলিম টেরর’ ইত্যাদি সাজেস্ট করত। এখন থেকে আর এ ধরনের সাজেস্ট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

google-removes-anti-semitic-and-sexist-auto-complete-search-suggestion-but-keeps-anti-muslim-counterpart

কিন্তু এখন থেকে গুগল এ তিনটি বিষয়ে আর কোনো নির্দেশনা দিবে না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ‘দ্য মুসলিম নিউজ’ এর এক চ্যালেঞ্জের পর গুগল এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য মুসলিম নিউজ।

সূত্র : দ্য মুসলিম নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ