বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইজতেমায় ৭ হাজার বিদেশি মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema3আওয়ার ইসলাম: ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রায় বিশ্বের ৭ হাজার মুসল্লি অংশ নিয়েছেন বলে জানা গেছে। ইজতেমার আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতি বছরের মতো এবারো ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

তাবলীগ জামায়াত সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত ৬,৮৮৭ জন বিদেশী মুসল্লি ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। এর মধ্যে ভারত, পাকিস্তান, মোজাম্বিক, নাইজেরিয়া, পানামা,  মিসর, ওমান, সুদান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অষ্ট্রেলিয়া, ব্রনাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানী, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, সেনাগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জেনিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, আমেরিকা, বেলজিয়াম, ক্যামারুন, চীন, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালী, কেনিয়া, মালয়শিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তার্কি, যুক্তরাজ্য, কোরিয়া, আলজেরিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, বাহরাইন, জর্দান, মৌরিতানিয়া, দুবাইসহ বিভিন্ন রাষ্ট্রের মুসল্লিগণ রয়েছেন।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ