সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :

নারীরা উত্তেজক; ছোট স্কার্ট না পরাই ভাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

omgiআওয়ার ইসলাম: ভারতের বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে শ্লীলতাহানির ঘটনায় এবার মুখ খুলনে স্বামী ওমজি মহারাজ। বলেন, নারীরা হলো উত্তেজক। তাই ছোট স্কার্ট না পরাই ভাল। এর থেকে বোরখা পরা ভাল।

এর আগে দেশটির সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি বলেন, একা একা নারীদের রাতে বাইরে যাওয়া আমি কখনো বরদাশত করবো না।

হিন্দু মহাসভার সভাপতি ওমজি মহারাজ একটি টেলিভিশন শোতে বলেন, নারীরা ঢাকা পোশাক না পরলে, যৌন আক্রমণের শিকার হতে পারে।

তার এই মন্তব্যেকে কেন্দ্র করে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ