শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নানান কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

[caption id="attachment_23602" align="alignleft" width="500"]isha29 ওলামা সম্মেলনে বক্তব্য রাখছেন অধ্যাপক ড আ ফ ম খালিদ হোসেন [/caption]

চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির তিন দিনের বিশাল মাহফিলকে কেন্দ্র করে নানান কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনগুলো।

মাহফিলের অস্থায়ী বিশাল অস্থায়ী অতিথি ক্যাম্পে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো শ্রমিক সমাবেশ, ছাত্র গণ জমায়েত, ওলামা-মাশায়েখ সম্মেলন, শিক্ষক সমাবেশ।

গতকাল সকাল ১০টায় ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্দোগে শ্রমিক নেতা ওয়ায়েজ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশ্রাফ আলী আকন।

তিনি বলেন, ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের মুক্তির নিশ্চয়তা নেই। তাই পীর সাহেব চরমোনাই'র পরামর্শে পরিচালিত ইসলামী শ্রমিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, হারুন, ইঞ্জিনিয়ার মুস্তাক আহমদ প্রমুখ।

ছাত্র গণ জমায়েত
গতকাল বিকাল ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্দোগে এক বিশাল ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হয়।

নগর সভাপতি মুহাম্মাদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রিয় কমিটির সেক্রেটারি জেনারেল শেখ ফজলে করীম মারুফ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক আকরাম হোসেন আসিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক নবীন হোসেন, উত্তরজেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, যুব নেতা দেলোয়ার হোসাইন সাকি, ডাক্তার রেজাউল করিম প্রমুখ।

ওলামা-মাশায়েখ সম্মেলন
আজ সকাল ১১টায় জাতিয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্দোগে চট্টগ্রামের আলেম ওলামাদের নিয়ে এক ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্টিত হয়।

নগর আহবায়ক আল্লামা জসিম উদ্দীন নদভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, চট্টগ্রাম হলো ওলি আওলিয়া ও ওলামাদের পুণ্যভূমি। কিন্তু আলেম ওলামারা ঐক্যবদ্ধ না থাকার কারণে এখানে বাতিলদের উপদ্রপ বেড়ে চলছে।

তাই সত্যের ঝাণ্ডা উড্ডীণ করতে সকল আলেম ওলামদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

বক্তব্যে তিনি সকলকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে যোগ দিতে আহবান জানান।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির আহবায়ক আল্লামা নুরুল হুদা ফয়েজী, চট্টগ্রাম নগরের প্রধান উপদেষ্টা ড আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার মুফতি হুমায়ুন কবীর খালবী, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন সভাপতি হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ