শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন কর্পোরেট সিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

govআওয়ার ইসলাম: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্পোরেট সিমের আওতায় আনার সিদ্ধান্তও নিয়েছে সরকার। গত ২২ ডিসেম্বর নেওয়া সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবস্থা নিতে ইতোমধ্যে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, সরকারি সব অফিসে টেলিফোন সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। জরুরি প্রয়োজনে যেকোনও সময় যোগাযোগের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্পোরেট সিম চালুর ব্যবস্থা নিতেও বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও সরকারি অন্য দফতরের কর্মকর্তাদের কর্পোরেট সিম চালুর ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অবহিত করছেন জেলা প্রশাসকরা।

‘মাঠ প্রশাসনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কর্পোরেট সিম দেওয়া হয়েছে’জানিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার জানান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও অন্য কিছু দফতরের কর্মকর্তাদের কর্পোরেট সিম আগে থেকেই চালু রয়েছে। এখন কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে এসব সিম চালু করা যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ