শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


অপসংস্কৃতি থেকে বাঁচতে ইসলামি সংস্কৃতির আওয়াজ সবখানে পৌঁছাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pashaআওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আজ সমাজের রন্দ্রে রন্দ্রে অপসাংস্কৃতির কালো ছয়লাবে ভরপুর। ভারতীয় নগ্ন সংস্কৃতি আমার দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ থেকে উত্তোরণ হতে হলে জাগরণকে প্রতিটি ঘরে ঘরে ইসলামি সংস্কৃতির আওয়াজ পৌছে দিতে হবে।

তিনি ৬ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা বন্দরবাজারস্থ সংগঠনের কার্যালয়ে জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের এগিয়ে যাবার ১৬ বছর পূর্তি, ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক আলোচনা ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাগরণে চেয়ারম্যান, ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জাগরণের পরিচালক আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, সিদ্দিকী শিক্ষা ও সেবা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাগরণের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ আব্দুর রব। জাগরণের সহকারী পরিচালক আরিফ রব্বানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাগরণের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তারেক, সিলেট রিপোর্টের স্টাফ রিপোর্টার সৈয়দ উবায়দুর রহমান, সাবেক মেম্বার মাওলানা ওয়ারিছ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আহাদ, জাকির হোসাইন, ইমরান আহমদ আবির, আবু বকর আদিব, তারেক মনোয়ার, জুনায়েদ আজহারী, আজিজুল ইসলাম, মাহফুজুর রহমান মাছুম, আসাদ চৌধুরী, মাহফুজ নাদিম, কাওছার মাহমুদ, হাফিজ জাহিদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীনুর পাশা চৌধুরী আরো বলেন, প্রতিটি ঘরে ঘরে ইসলামী সংস্কৃতির আওয়াজ পৌছে দিতে জাগরণ দুর্বার গতিতে এগিয়ে চলছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ