শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মকর্তার যাবজ্জীবন জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jelআওয়ার ইসলাম:  কেন্দ্রীয় ডাক বিভাগের ঢাকা নগরী উত্তর ডাক বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা) মনসরুছ সামাদ চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।জানা যায়, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা দুর্নীতির মামলায় আদালত এ রায় দিয়েছেন।

বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পলাতক ওই আসামির বিরুদ্ধে দণ্ডের এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মচারী অপর ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন।

খালাস প্রাপ্তরা হলেন, সাবেক বিল পেইড অপারেটর মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, একেএম শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, একেএম মাহাবুবুর রহমান ও মো. বিলাল হোসেন। খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণি টিটো মামলা পরিচালনা করেন।

মামলার পর দণ্ডিত আসামি গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে পলাতক হন। খালাসপ্রাপ্ত আসামিরা ২০১২ সালের ৩১ জানুয়ারি আদালত আত্মসমর্পণ করে কারাগারে যান এবং পরে জামিন পান।

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ  ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে জিপিওর ঢাকা মহানগরের উত্তরের বাাজট শাখার সাবেক অপারেটর মো. মনসুরুছ সামাদ চৌধুরীর বিররুদ্ধে ২০০৪ সালের ১৮ আগষ্ট মামলাটি করেন পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রশিদ মোল্লা। তদন্তে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা দুর্নীতির প্রমাণ পেয়ে দণ্ডিত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর চার্জশিট দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ