শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ওদের মুখেও নতুন বইয়ের হাসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur13ফুলপুর প্রতিনিধি: সারা দেশের মতো ময়মনসিংহের ফুলপুরেও বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এম এ হাকিম সরকারসহ বড় বড় মানুষ ছোট কচিকাঁচাদের হাতে নতুন বই তুলে দেন।

এ সময় শিশুরা আনন্দে মেতে ওঠে। কোন কোন প্রতিষ্ঠানে বই প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, উপজেলার ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা, কাজিয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজিয়াকান্দা মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম কেন্দ্র, ঠাকুরবাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঠাকুর বাখাই উচ্চ বিদ্যালয়, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে, ফুলপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ভাইটকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে তিনি ও সঙ্গীয় অতিথিবৃন্দ শিশুদের হাতে নতুন বই তুলে দেন।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ উদ্যোগে বই উৎসব পালন করে। এ সময় একটা উৎসবমুখর পরিবেশের অবতারণা হয়। বড়দের হাত থেকে বই পেয়ে ধন্য শিশুরা খুশিতে মেতে ওঠে তখন। আগামী দিনে এ উৎসব বই পড়ার ক্ষেত্রে তাদের প্রেরণা যোগাবে বলে অভিভাবক ও সুধীমহল মনে করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ