শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এমপি লিটন হত্যায় জামায়াতের সম্পৃক্ততা নেই দাবি জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

litonআওয়ার ইসলাম: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় নিজেদের  কোনা ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে  জামায়াত ইসলামী।

দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই হত্যার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে ‘প্রকৃত দোষীদের’ চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেয়ারও দাবি করেছে দলটি।

শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাসভবনে গুলিতে নিহত হন স্থানীয় সংসদ সদস্য লিটন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য জামায়াতকে অভিযুক্ত করেছে। পুলিশ প্রধান শহীদুল হকও এই ঘটনার জন্য জামায়াত-শিবিরের প্রতি ইঙ্গিত করেছেন।

লিটন হত্যায় এখন পর্যন্ত যে ১৮ জনকে আটক করা হয়েছে তাদের বেশিরভাগই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান দাবি করেন, এই ঘটনায় গাইবান্ধা ও আশেপাশের জেলায় তাদের দলের ৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করছি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি করছি।’

জামায়াত নেতা বলেন, ‘একজন এমপির বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে তাকে গুলি করে হত্যা করার ঘটনাই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে! অথচ সরকার ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অহরহ বলে বেড়াচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।’

মুজিবুর রহমান বলেন, ‘দেশে কোন ঘটনা ঘটলেই তার তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে এনে অত্যাচার চালানো হয়। সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর আর কত অত্যাচার চালাবে।’

মুজিবুর রহমান বলেন, ‘আমরা বারবার বলেছি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই কোন হত্যাকাণ্ডের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। প্রকৃত খুনিদের আড়াল করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এ সব বক্তব্য দেয়া হয়।’

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ