শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


টি-শার্ট বা হাফ শার্ট পরে নামাজ পড়ার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

t-shart_namajমুফতি দিদার শফিক: টি-শার্ট বা হাফ শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরূহ তথা অপছন্দনীয় কাজ।

নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি।

টি-শার্ট নামাজের আদব পরিপন্থী পোশাক। বর্তমানে টি-শার্টের ব্যবহার বেশি। তাই এ ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল- টি-শার্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যায় বলে টি-শার্টেই নামাজ পড়ার অভ্যাস গড়া অনুচিত।

আবার মাকরূহ হবে বলে টি-শার্ট পরিহিত ব্যক্তি নামাজই ছেড়ে দিবে এটাও করা ঠিক হবে নয়। ফাতওয়া আলমগিরি:১/১০৬ , কিতাবুল ফাতাওয়া:২/২১৭

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ