বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


হিশাম আবরারের ৩ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hisham_abrar

বিষাদের জল

তোমাদের দেখি বিষাদের জলের মতো দেখা যায়;
যেখানে পুড়ে আমি বিরহপীড়িত পঙক্তি গাঁথি।

আবেগের ছাই পুড়ে কালোমতো হয়,
ছোঁলে তপ্তপোষা আগুন লাগে!
আমি আমার জ্বলেই জীবতারা আকাশজাত...
তোমাদিকের জল থেকে চুমু আহরণপূর্বক অনুমতি লাগে!

আমি তা গাঁয়ে মাখি,
নৈশপ্রহরী সেজে চুরি করি তোমাদের জল!
তেমনিভাবে, এক সূর্যকর দুপুরে..
বৃষ্টি এসে, ভাসিয়ে নিয়েছে আমায়!

একজন ষাটোর্ধ মহিলার মতো;
আমারও প্রেমিক আছে...
আমি যার বুকে বিষাদের জল গুনি!
এক.
দুই..
তিন...

 

কলসের আদর

কলসের আদরে;
তোমার নিংড়ানো ভালোবাসা,
পায়ের প্রতিচ্ছাপ..
আজ আমার দুঃখ হারানো বিজ্ঞপ্তি!

তবুও যদি আহত রাত্রে..
এক ফোটা গোলাপ উপশম হয়!
তোমার ছায়া হতো আমার অঙ্গ..
খুব গোপন রাখতাম;
সে আমার কেউ হতো না;
বাতাসে মিশে যেত মিষ্টি বিষ..
জলে ডুব দিয়ে আমি হয়তো সুস্থ থাকতাম!

কলসের আদরে..
একটি মাত্র রাত ছিলো;
কি ভুলে যে পান করতে গেলাম!

কলসের আদরে...
তোমার কলসে রাখা মিষ্টি বিষ!
আগে কেনো বল নি?

 

স্লোগান

কখনো দেখেছো?
শামুকের খোলসে মানুষ বন্দী থাকে,
ঝর্ণা'র জলে বাস করে মাছ-

মানুষের দুনিয়াতে প্রেমিকারা বাস করে বালিসের নিচে_

কখনো দেখেছো?
একসাথে এক চোখে পাহাড় এবং;
অন্য চোখে সাগর!

আমি এক চোখে জল জমিয়ে মাছ চাষ করি..
খাবার হিসেবে দেই প্রেমিকা'দের চোখ!

একটা একটা বালিকণা বেছে নিয়ে,
অন্য চোখে তৈরি করি এভারেস্ট!
লাগিয়ে দেই একটি মাত্র তরমুজ গাছ!

কখনো দেখেছো?
জগতের সমস্ত ফল 'ফুল' হয়ে গেলো,
খাদ্য অভাবে মানুষ মারা যাচ্ছে_
অথচ পৃথিবী হয়ে উঠল ফুল ময় ভালোবাসায়!

কখনো দেখেছো?
এক শ্রেণির মানুষ রাজপথে নামে..
"ভালোবাসার চেয়ে খাদ্য বড়"

জেএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ