রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

ভেনিস জামে মসজিদে ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

venis5আওয়ার ইসলাম: ইতালির অন্যতম প্রধান পর্যটন নগর ভেনিসে স্থানীয় জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট আলেমে দীন ও ইংল্যান্ডের ভেরি পার্ক জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হান্নান।

বিশেষ বক্তা ছিলেন, লন্ডন মসজিদের ইমাম মাওলানা আব্দু সাত্তার, রোমের মসজিদুল আকসার ইমাম মাওলানা রহমতুল্লাহ কাসেমী, ইয়েজলো জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসাইন।

গতকাল (শনিবার) মেসত্রের একটি অডিটরিয়মে আয়োজিত এ অওয়াজ মাহফিল বাদ আসর থেকে শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। ওলামায়ে কেরাম বলেন, এখন রবিউল আউয়াল মাস। এ মাসে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সা. জন্মগ্রহণ এবং মৃত্যু বরণ করেছিলেন। রাসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও মৃত্যু দিবস নিয়ে কোনো দ্বীমত নেই। সুতরাং ১২ রবিউল আউয়ালে শুধু মিলাদুন্নবী উদযাপন না করে সিরাতুন্নবী উদযাপন করা বেশি যুক্তিযুক্ত।

তারা বলেন, প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের উচিৎ মনোযোগ সহকারে রাসুলের সা. সীরাত অধ্যায়ন করা এবং সেই মোতাবেক নিজের এবং পরিবারিক জীবন পরিচালনা করা। ভেনিস জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ ওয়াজ মাহফিলে স্থানীয় ওয়ামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন। সভাপতি মোহাম্মদ আলী বলেন, ভেনিসে এখন যে মসজিদে আমরা নামাজ আদায় করি এটা প্রায় সাড়ে তিন লাখ ইউরো দিয়ে ক্রয় করা হয়েছে। কিন্তু জায়গা ছোট হওয়ায় মুসল্লি সংকুলন হয় না। প্রতি জুমার দিনে মুসল্লিদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। একাধিক জামায়াত করতে হয়। আমরা চেষ্টা করছি আরো বড় পরিসরের একটা জায়গা কিনতে।

তিনি বলেন, আমরা যে জায়গাটা দেখেছি সেটা কিনতে প্রায় এক মিলিয়ন ইউরো দরকার হবে। মোহাম্মদ আলী সবাইকে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ