শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বড়দিনে আতশবাজি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dmp_policeআওয়ার ইসলাম: খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে বাজি ফোটানো যাবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় ক্ষার-জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষেধ করা হয়েছে।

২৫ ডিসেম্বর (রোববার) খ্রিস্টান সম্প্রদায় যাতে তাদের পবিত্র ধর্মীয় উৎসব ‘বড়দিন’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিস্ফোরক দ্রব্যাদি বহন ও ফোটানো নিষেধ করেছেন।’’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ