শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আরো ৬ দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ; আছে দুই ইসলামি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_sanglap, boithokআওয়ার ইসলাম: নির্বাচন কমিশন গঠন নিয়ে আরও ছয় দলকে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে তিনি বঙ্গভবনে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন।

আমন্ত্রণ পাওয়া দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ইসলামি দুই দলের মধ্যে রয়েছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরীকত ফেডারেশন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন বলেন, ইতিমধ্যে এই দলগুলোকে বঙ্গভবনে আমন্ত্রণের চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ২৭ ডিসেম্বর বিকালে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ২৬ ডিসেম্বর আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈঠকের সুযোগ চেয়ে চিঠি পাঠালেও সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরআর

 


সম্পর্কিত খবর