শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ভিডিও; হত্যাকারী বলেন ‘আলেপ্পোর প্রতিশোধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky6আওয়ার ইসলাম: তুর্কি বন্দুকধারী ম্যার্থ আলটিন্তাসের গুলিতে নিহত হয়েছেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ।  তাকে গুলি করে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য করছিলেন কারলভ। এমন সময় ফিছন থেকে হামলাকারী ব্যক্তি পিস্তল দিয়ে প্রথমে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে ভয়ে লোকজন সরে গেলে সে রাষ্ট্রদূতকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে।

এসময় রাষ্ট্রদূত ফ্লোরে পড়ে যান। আর ওই হত্যাকারী ‘আলেপ্পোর প্রতিশোধ’ বলে চিৎকার করতে থাকে। সে উচ্চস্বরে আল্লাহ আকবর বলেও  স্লোগান দেয়।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্যুট ও টাই পরিহিত ওই স্মার্ট হামলাকারী অবশ্য কিছুক্ষণের মধ্যেই বিশেষ বাহিনীর হাতে নিহত হন।

আঙ্কারার মেয়রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী ম্যার্থ আলটিন্তাস (২২) একজন পুলিশ অফিসার ছিলেন।  তিনি দাঙ্গা পুলিশে কর্মরত ছিলেন। তবে কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার কোন সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত নয়। তবে ওই সময় তিনি ডিউটিতে (দায়িত্বরত) ছিলেন না।

‘তুর্কিদের  চোখে রাশিয়া’ শিরোনামে আংকারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এক গ্যালারিতে গিয়েছিলেন কার্লভ।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ