শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চলতি বছর সৌদিতে ১৫০ জনের শিরচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-arabia2আওয়ার ইসলাম: চলতি বছর দেড় শতাধিকের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরবের সরকার। গত বছরেও দেশটির বিচার বিভাগ বড় সংখ্যায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছিলেন।

সম্প্রতি যুক্তরাজ্যের একটি মানবাধিকার সংগঠন 'রিপ্রাইভ গ্রুপ' এ সংখ্যা প্রকাশ করেছে। সংগঠনটি বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

রিপ্রাইভ গ্রুপের মতে, দেশটিতে চলতি বছরে ১৫০ জন, গেল বছরে ১৫৮ এবং এর আগের বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সংগঠনটি জানায়, উপসাগরীয় বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ডের বিধান চালু রয়েছে। এক্ষেত্রে সৌদি আরব এগিয়ে, সবচেয়ে পিছিয়ে কুয়েত।

চলতি বছরের জানুয়ারিতে গোপন আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৭ জনের একই দিনে ম্যৃতুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সৌদি সরকারের প্রতি পরিকল্পিতভাবে কিশোরদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন।

পরে গেল সেপ্টেম্বরেও যুক্তরাজ্যের পক্ষ থেকে মৃত্যুদণ্ড বিষয়ে সৌদি সরকারকে নতুন করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ