শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ফেসবুকে থাকবে না ভূয়া খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakarbargআওয়ার ইসলাম: এখন থেকে আর ভুয়া খবর প্রকাশ পাবে না ফেসবুকে। কঠোর নজরদারি করা হবে।

যেকোনো খবর প্রচারের ক্ষেত্রে এখন থেকে বাইরের উৎস থেকেও যাচাই করবে ফেসবুক। নিউজ ফিড থেকে অপপ্রচারমূলক ও মিথ্যা খবর বাদ দেয়া হবে। ভুয়া খবর প্রকাশ নিয়ে তীব্র সমালোচনার কারণে এই ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গের কাছে এক ফেসবুক ব্যবহারকারী প্রশ্ন রাখেন, 'খবর বাছাইকারী যে রাজনৈতিকভাবে প্রভাবিত নন তার গ্যারান্টি কীভাবে নিশ্চিত করা হবে?' জবাবে মার্ক বলেন, 'খুব সাবধানে খবর বাছাই করা হবে। এ ছাড়া খবর প্রচারের পর মানুষের মতামত আটকানো হবে না। '

জাকারবার্গ বলেন, আমি বুঝি বিষয়টি কতটা স্পর্শকাতর। তাই ফেসবুকের দল এখন থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজটি করবে। এ ছাড়া স্প্যাম আটকানো হবে। মতামত প্রকাশ বন্ধ করা হবে না। আমাদের লক্ষ্য হবে খবরের বানোয়াট অংশগুলো ফেলে দেওয়া। ফেসবুক প্লাটফর্ম থেকে স্ক্যাম বিদায় করতে হবে। রাজনৈতিকভাবে প্রভাবিত নয় এমন ব্যক্তিদেরই খবর বাছাইয়ের জন্য নির্বাচন করা হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ