বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ময়লা কিনছে সুইডেন; রহস্য কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moilaআওয়ার ইসলাম: সবাই যখন ময়লা ফেলে দিচ্ছে ডাস্টবিনে, তখন অন্য দেশ থেকে তা কিনে নিচ্ছে সুইডেন। হঠাৎ এ খবরের রহস্য কী? কৌতূহল জেগেছে সবার মধ্যেই।

এনডিটিভির এক রিপোর্টে জানা গেছে, নিজের দেশে বর্জ্য কমে যাওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত। দেশটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত রিসাইক্লিং প্লান্টগুলো সচল রাখার জন্য কিনছে ময়লা।

স্ক্যান্ডিভিয়ান দেশ সুইডেনের অভ্যন্তরে এখন পর্যাপ্ত ময়লা-আবর্জনা হয় না, প্লান্টগুলো সচল রাখার জন্য যতটা তাদের দরকার।

১৯৯১ সাল থেকে রুম হিটিং এর কাজে জীবাষ্ম জ্বালানির ওপর উচ্চকর নির্ধারণ করেছে সরকার। তাই তারা জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে।

এছাড়া তারা গৃহস্থালির কাজে অত্যাধুনিক রিসাইক্লিং প্রক্রিয়া ব্যবহার করায় আবর্জনা খুবই কম উৎপাদন হয়।

এসব কারণে বছরগুলোতে প্লান্টগুলোতে প্রয়োজনীয় গৃহস্থালি বর্জ্য কম সরবরাহ হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই হার ১ শতাংশে নেমে এসেছে। সমস্যা সমাধানে ব্রিটেন থেকে বর্জ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সুইডিশ বর্জ্য ব্যবস্থাপনা পুনর্ব্যবহার সমিতির কমউনিকেশন পরিচাল আন্না ক্যারিন গ্রিপওয়াল বলেন, আমরা দীর্ঘদীন ধরে নাগরিকদের মধ্যে বর্জ্য পুনঃব্যবহারের জন্য সচেতনতা তৈরি করে আসছি। এরফলেই আমাদের এই অর্জন।

আরআর


সম্পর্কিত খবর