শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

মাওলানা সা’দ সম্পর্কে দেওবন্দের ফতোয়ার সমর্থন দিল সাহরানপুর জামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম, দেওবন্দ থেকে

deubond_fatawa2গত ৫ ডিসেম্বর দিল্লির তাবলিগি মারকাজ নিযামুদ্দিনে'র আমির মাওলানা সা'দ কান্ধলভীর বিতর্কিত মন্তব্য সম্পর্কে ৪ পৃষ্ঠার একটি বিশেষ ফতোয়া প্রকাশ করে দারুল উলুম দেওবন্দ৷ এর দুদিন পর ৭ ডিসেম্বর উপমহাদেশের প্রসিদ্ধ দীনি বিদ্যাপীঠ 'জামিয়া মাজাহিরে উলুম সাহারানপুর' মজলিসে শুরার সকল সদস্যের সম্মতিক্রমে দেওবন্দের ওই ফতোয়ার প্রতি সমর্থন জানিয়ে নোটিশ জারি করে৷ সেখানে মাজাহিরের আকাবির আসাতিযা স্বাক্ষর করেন৷

নোটিশের বক্তব্য ‘ধর্মীয় বিষয়ে জামিয়া মাজাহিরে উলুম সর্বদা দারুল উলুম দেওবন্দের সাথেই রয়েছে৷ আজও দিল্লির তাবলিগি মারকায 'নিযামুদ্দিনে'র ব্যাপারে মাজাহিরে উলুমের অবস্থান দারুল উলুমের সাথেই আছে৷’ ‘আজকের (মজলিসে) শুরা এ সিদ্ধান্তে উপনীত হচ্ছে, দারুল উলুম দেওবন্দের যে অবস্থান রয়ছে মাজাহিরের পুরো শুরা তার সাথে রয়েছে এবং তাকে পূর্ণ সমর্থন করছে৷’

দেওবন্দের বিশেষ ফতোয়া বা নোটিশের সমর্থনকারীদের মধ্যে মাওলানা সা’দ কান্দলভীর শশুর মাওলানা সালমানও রয়েছে। তিনিও মনে করেন মাওলানা সা’দ যে বিতর্কিত মন্তব্যগুলো করেছেন তা স্পষ্ট ভ্রান্তি।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বরে দারুল উলুমের ফতোয়া প্রকাশের পর এ পর্যন্ত বিশ্ব তাবলীগের আমির মাওলানা সা’দ ও নিযামুদ্দিন মারকাজ থেকে কোনো চিঠি বা অন্য কিছু আসেনি বলে জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা সা’দ কান্দলভীর কিছু চিঠি ‘ভুল স্বীকার’ নামে প্রচার করা হলেও এগুলো আগের চিঠি বলে জানা গেছে। যা তিনি পূর্বে পাঠিয়েছিলেন কিছু সংশোধন এবং কিছু নিজের মতামত ঠিক রেখে। ফলে এই চিঠিগুলো দেওবন্দের কাছে গৃহিত হয়নি।

স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্য…

১৷ মাওলানা আকিল৷ সদরুল মুদার্ররিসীন, মাজাহিরে উলুম সাহারানপুর৷ জামাতা, হজরত শায়খল হাদিস জাকারিয়া রহ. মুসান্নিফ, আদ্দুররুল মানসুর৷

২৷ মাওলানা সালমান। মুহতামিম, মাজাহিরে উলুম৷ জামাতা, হজরত শায়খল হাদিস জাকারিয়া রহ. শশুর, নিযামুদ্দিনের মাওলানা সা'দ৷

৩৷ হজরত হাকিম কালিমুল্লাহ৷ জামাতা ও খলিফা, হজরত মাওলানা আবরারুল হকরহ. সদস্য, মজলিসে শুরা মাজাহিরে উলুম সাহারানপুর৷

৪৷ মাওলানা শাহেদ সাহারানপুরী৷ নাতি, হজরত শায়খুল শায়খুল হাদিস জাকারিয়া রহ. আমিনে আম, মাজাহিরে উলুম সাহারানপুর৷

৫৷ মাওলানা আরিফ

৬৷ মাওলানা সালামাতুল্লাহ দেহলভী৷

৭৷ মাওলানা আবদুল খালেক৷

আগের সংবাদ: বিশ্ব তাবলিগের আমির মাওলানা সা’দ সম্পর্কে দেওবন্দের বিশেষ ফতোয়া

দেওবন্দের ফতোয়ার মূল কপি

জামিয়া মাজাহিরে উলুম সাহারানপুরের নোটিশ

sahranpur

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ