শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফুলেল শুভেচ্ছায় ভাসলেন জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafez_jakariaআওয়ার ইসলাম: বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করে রোববার ঢাকায় ফিরেছেন হাফেজ জাকারিয়া। দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিমানবন্দরে তার বাবা হাফেজ নাজমুল হাসান ও প্রিয়জনরা উপস্থিত ছিলেন।

হাফেজ জাকারিয়া ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরান ওয়াস সুন্নাহ মাদরাসার শিক্ষার্থ।  হলি কোরান কাস্টডি সোসাইটি বাহরাইনের আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা জুফের আল ফাতেহ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় শাখা থেকে ৫৭টি দেশের শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিল। তবে সবাইকে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেন জাকারিয়া। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ।

জাকারিয়া এর আগে জর্ডান, মিশর, কাতার, কুয়েত ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ